ফাইভার কিওয়ার্ড রিসার্চ টুল
ফাইভার মার্কেটপ্লেস নিজেই একটি সার্চ ইঞ্জিনের মত কাজ করে। আপনার গিগে/সার্ভিসে উপযুক্ত কিওয়ার্ড যুক্ত করে পারলে সেটা সার্চ রেজাল্টে প্রথম দিকে থাকার সম্ভাবনা বেশী। আপনার গিগ যত বেশীবার দেখা হবে, তত বেশী আপনার সার্ভিস বিক্রয় হবার সম্ভাবনা বাড়ে। অল্প সময়ে নিখুত ভাবে কিওয়ার্ড এনালাইসিস করার জন্য আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
কিওয়ার্ড রিসার্চ
গিগ এনালাইসিস
ছবি ডাউনলোড
লাইক / শেয়ার
“এটা একটা দুর্দান্ত টুল। ম্যানুয়ালি ফাইভার গিগ/কিওয়ার্ড এনালাইসিস করতে ২ ঘন্টা সময় লেগে যায়, এখানে কয়েক মিনিটেই সব রেডি। আমার খুব ভাল লেগেছে, আপনারা টুলটি ব্যবহার করে দেখুন। অবশ্যই ভাল লাগবে।” – A. H. Hridoy